স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আজকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে। বিএনপি আগামী নির্বাচনে আসবে। আমরা চাই তারা আসুক। বুঝুক তাদের অবস্থা।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পঁচাত্তরের আঘাত শুধু বঙ্গবন্ধুর পরিবারের উপর ছিল না, এটি ছিল পুরো জাতির উপর আঘাত।

তিনি বলেন, আজ যখন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার দ্বার প্রান্তে তখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে। ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে নয়। তাই আজকে দেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, ডা. ইকবাল আর্সেলান ও ডা. শহিদুল্লাহ সিকদার প্রমুখ।

(ওএস/এসপি/আগস্ট ১৬, ২০১৭)