লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার তেলকাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুট্যার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ভোরে উপজেলার তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে শাকিল মোল্যার উঠান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সূট্যার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য ওই গ্রামের মশিয়ার মোল্যা (৪৫), ও শাকিল মোল্যা (২৯) কে আটক করা হয়েছে। লোহাগড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরএম/এসপি/আগস্ট ১৬, ২০১৭)