রাজন্য রুহানি, জামালপুর প্রতিনিধি : সেলফি তুলতে গিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার প্রবল স্রোতে ভেসে গেছে দুই শিক্ষার্থী। তাদের উদ্ধার করতে গিয়ে ভেসে গেছে আরেক পথচারী। মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে দুপুর ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভেসে যাওয়া শিক্ষার্থী দুজন মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সজীব শেখ (১৬) ও জিল্লুর রহমান (১৬)। জিল্লুর রহমানের লাশ উদ্ধার করা গেলেও অন্য দুজনের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, দুপুরে উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী বন্যার পানি দেখতে এসে সেলফি তুলছিল। এদের মধ্যে দুজন সজীব ও জিল্লুর পানির প্রবল তোড়ে ভেসে যায়। তাদের উদ্ধার করতে ওই পথ দিয়ে যাওয়া লাল মিয়া (৪২) নামের এক পথচারীও ভেসে যায়।

খবর পেয়ে উদ্ধার কাজে নামে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল। জিল্লুরের লাশ পাওয়া গেলেও এখনো নিখোঁজ রয়েছে অপর দুজন। তাদের উদ্ধার করতে এখনো বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

(আরআর/এএস/আগস্ট ১৬, ২০১৭)