নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনকে (৪৬) হত্যা করা হয়েছে।

উপজেলার ফতেহপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে রাস্তার পাশের একটি খাদ থেকে শুক্রবার রাত ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের একটি মামলায় কারাভোগ শেষে বৃহস্পতিবার জামিনে বের হয়েছিলেন তিনি।

নিহতের পরিবারের বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি রিজাউল হক জানান, শুক্রবার দুপুরে একটি বিয়ের দাওয়াতের উদ্দেশে বাড়ি থেকে বের হয় বিল্লাল হোসেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল। রাত সাড়ে ৯টায় ফতেহপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকার সড়কের পাশের একটি খাদ থেকে বিল্লাল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি এলাকার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি গ্রুপের নেতৃত্ব দেন বিল্লাল হোসেন। ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় কারাভোগ শেষে বৃহস্পতিবার জামিনে মুক্তি পান বিল্লাল।

(ওএস/এইচআর/জুন ২৮, ২০১৪)