নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের রাজগাতি গ্রামের আবু ছিদ্দিকের পুকুরে ভাসমান ফুলে-ফেঁপে যাওয়া অজ্ঞাত এক ব্যক্তির (৩০)লাশ উদ্ধার করেছে পুলিশ। পুকুরের পানিতে ফুলে-ফেঁপে যাওয়া উদ্ধারকৃত মরদেহটির সাথে ইট বাঁধা ছিল।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নান্দাইল মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন পুকুরের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় পানিতে ফুলে-ফেঁপে যাওয়া মরদেহ পুকুরে ভাসতে দেখে। পরে এ খবর নান্দাইল মডেল থানা পুলিশকে জানানো হলে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে।

এলাকাবাসি ধারণা করছেন অন্য কোন স্থানে ২/৩দিন আগে ওই লোকটিকে মেরে সবার অগোচরে এখানে পুকুরে ফেলে রাখা হয়। পরে লাশ পুকুরের পানিতে ফুলে-ফেঁপে ভেসে উঠে।

নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সরদার ইউনুস আলি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে এবং আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি আরও জানান।

(এইচআরএফ/এসপি/আগস্ট ১৭, ২০১৭)