সাতক্ষীরা প্রতিনিধি : ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কমিউনিটি হেলথ সার্ভিসেস) কোস চালুর দাবিতে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৬৪ জেলার ন্যায় সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের মাধ্যমে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকা বরাবর এ স্মারক লিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এ্যসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তপু, সাধারণ সম্পাদক সঞ্চয় কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি শেখ আবু ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, অর্থ সম্পাদক সমীরণ বিশ্বাস, সদস্য আবু সাইদ প্রমুখ।

(আরকে/এসপি/আগস্ট ১৭, ২০১৭)