সাতক্ষীরা প্রতিনিধি : সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষকা রুমা রানী বরকন্দাজ, অভিভাবক শেখ শামসুল আলম, রুনা আক্তার, আফরোজা বেগম, শাহানাজ পারভিন, জবেদ আলী, হাসনুয়ারা খাতুন, আব্দুল মোমেন, নূরজাহান বেগম, নূর নাহার, হোসনেয়ারা বেগম, আনোয়ারা বেগম, রবিউল ইসলাম প্রমুখ।

অভিভাবক সমাবেশে জানুয়ারী হতে জুন ২০১৭ সালের ৬ মাসের ছাত্র/ছাত্রীদের অগ্রগতির মূল্যায়ন করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিশুদের শিক্ষা কার্যক্রমে অবশ্যই অভিভাবকদের সম্পৃক্ত হতে হবে। অভিভাবকদের প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে শিশুদের দ্রুত উন্নয়ন করা সম্ভব। এজন্য সকল অভিভাবককে তাদের শিশুদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হবার আহবান জানান। সমাবেশে অভিভাকরা তাদের নিজ নিজ সন্তানের সমস্যার কথা তুলি ধরেন। প্রধান শিক্ষক মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলির সমাধানের আশ্বাস দেন।

(আরকে/এএস/আগস্ট ১৭, ২০১৭)