আন্তর্জাতিক ডেস্ক : তাজমহল নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ছেন দেশটির কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার আদালত একটি মামলার শুনানির সময় কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করেন, আপনারা কি বিশ্ববিখ্যাত স্থাপত্য তাজমহল ধ্বংস করতে চান?

উত্তর প্রদেশের মথুরা থেকে দিল্লির মধ্যে অতিরিক্ত রেললাইন বসানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে ৪০০টিরও বেশি গাছ কাটার অনুমতি চাওয়া হয়।

এরই প্রেক্ষিতে বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তর বেঞ্চ সরকার পক্ষকে প্রশ্ন করেন, 'তাজমহল একটি বিশ্ববিখ্যাত স্মৃতি সৌধ। সরকার কি এটা ধ্বংস করতে চায়? আপনারা কি তাজমহলের সাম্প্রতিক ছবি দেখেছেন? ইন্টারনেটে যান এবং সেই ছবি দেখুন।

একইসঙ্গে বিচারপতিদ্বয় বলেন, 'আপনারা চাইলে হলফনামা বা আবেদনপত্র দিয়ে বলতে পারেন, ভারত সরকার তাজ ধ্বংস করতে চান।'

তাজমহল নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দেশটির পরিবেশবিদ এম সি মেহতা। মামলাকারী তার আবেদনে বলেন, দূষিত গ্যাস এবং গাছ কাটার ফলে তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তাজমহল রক্ষায় সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উল্লেখ্য, ১৬৩২ সালে তৎকালীন মোঘল সম্রাট শাহজাহান ভারতের আগ্রায় মুমতাজ মহল নামে বেশি পরিচিত স্ত্রী আরজুমান্দ বানু বেগমের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করেন তাজমহল। যা এখন ইউনেস্কোর অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। স্মৃতি সৌধটির নির্মাণ ১৬৩২সালে শুরু হয়ে প্রায় দুই দশক পর শেষ হয় ১৬৫৩ খ্রিস্টাব্দে। তবে মূল সমাধিটি সম্পূর্ণ হয় ১৬৪৮ সালে। খবর ওয়ান ইন্ডিয়া ।

(ওএস/এসপি/আগস্ট ১৮, ২০১৭)