তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতের বেশির ভাগ ফোন চীনের তৈরি। ভারতের সঙ্গে চীনের স্নায়ু লড়াই চলছে। ভারত সরকার মনে করছে এসব ফোনের মাধ্যমে চীন তাদের ব্যক্তিগত তথ্য চুরি করছে। এজন্য উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

চীনের সব স্মার্টফোন কোম্পানির কাছে ভারত সরকার জানতে চাইছে, তারা তাদের তৈরি ফোনের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যপঞ্জি সুরক্ষিত রাখার জন্য কী কী ব্যবস্থা, পদ্ধতি নিচ্ছে।

ডোকালাম ইস্যুতে ভারত ও চীনের মধ্যে চলতি সংঘাত, তার পাশাপাশি এ দেশে লাগাতার চীনা তথ্যপ্রযুক্তি, টেলিকম পণ্য আমদানিতে ক্রমবর্ধমান উদ্বেগ ও সংশয়ের প্রেক্ষাপটে এই নির্দেশ দিল সরকার।

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের জনৈক প্রথম সারির কর্তা বলেন, সব কোম্পানিকে তাদের তথ্য পেশ করতে ২৮ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

প্রথম ধাপে মোবাইল যন্ত্র, সেগুলিতে আগে থেকে লোড করা সফটওয়্যার ও অ্যাপের দিকে নজর দেওয়া হচ্ছে। কোম্পানিগুলি কী প্রতিক্রিয়া ও কতটা সাড়া দেয়, তার ওপর ভিত্তি করে সরকার যেখানে যেখানে প্রয়োজন, সেখানে মোবাইল যন্ত্র পরীক্ষা করে দেখবে, তার অডিট করবে।

ভারতে সরকারের নির্দেশমতো পদক্ষেপ করা না হলে দেশটির তথ্য ও প্রযুক্তি আইনের ৪৩ (এ) অনুচ্ছেদের আওতায় নির্ধারিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ১৮, ২০১৭)