স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসাইন শাহবাগ থানার এজাহারটি গ্রহণ করে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এসময় ৪-৫ জন আহত হয়।

হামলার পর রাত সাড়ে ১০টায় গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৪। মামলায় অজ্ঞাতনামা ১০/১১ জনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইমরানের ওপর হামলার ঘটনায় গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করা হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অপরাধীদের আটকের চেষ্টা করা হচ্ছে।’

(ওএস/এসপি/আগস্ট ১৮, ২০১৭)