বিনোদন ডেস্ক : চিত্রনায়ক অমিত হাসান এখন চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবেই বেশি কাজ করছেন। যে কারণে মাঝে কিছুটা সময় চলচ্চিত্রে তাকে কম দেখা গেলেও এখন তিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

চিত্রনায়িকা আঁচলের সঙ্গে অমিত হাসান এর আগে দুটি ছবিতে অভিনয় করেছেন। দুটি ছবির একটি হচ্ছে ‘প্রেম প্রেম পাগলামী’ এবং অন্যটি হচ্ছে ‘ফাঁদ’। দুটি ছবিই নির্মাণ করেছেন সাফি উদ্দিন সাফি। এই দুটি ছবিতে আঁচল প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন এবং অমিত হাসান অভিনয় করেছিলেন খলনায়ক চরিত্রে। এবার অমিত হাসান ও আঁচল মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বুঝে না সে বুঝে না’ ছবিতে ভাই-বোনের চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে গাজীপুরের পূবাইলে ছবিটির শুটিং চলছে। আবারও আঁচলের সঙ্গে একই ছবিতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা অমিত হাসান বলেন, ‘এক কথায় আঁচল একজন কমপ্লিট নায়িকা। একজন নায়িকার যেসব গুণাবলি থাকা জরুরি তার সবকিছুই তার মধ্যে বিদ্যমান। অভিনেত্রী হিসেবেও দারুণ। আমার মনে হয় আঁচল তার কাজের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তার ভবিষ্যতটা অনেক বেশি উজ্জ্বল হবে।’ আঁচল বলেন, ‘অমিত হাসান আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রথিতযশা নায়ক। তিনি ভীষণ কো-অপারেটিভ। তার কাছ থেকে অভিনয়ের অনেক কিছুই শিখেছি আমি। তাছাড়া নতুন ছবিতে তিনি আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন, যেন আপন ভাইয়ের মতোই তিনি আমাকে স্নেহ করছেন।’ আঁচল জানান, ৩০ জুন ‘বুঝে না সে বুঝে না’ ছবির কাজ শেষ হবে। এর পরপরই তিনি শুরু করবেন শাহেদ চৌধুরী পরিচালিত ‘আড়াল’ ছবির কাজ। এরপর তিনি ইস্পাহানি আরিফ জাহানের ‘গুণ্ডামী’ ছবির কাজ করবেন। আঁচল অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে ‘ভুল’, ‘বেইলী রোড’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামী’ , ‘কী প্রেম দেখাইলা’ ও ‘ফাঁদ’। অন্যদিকে অমিত হাসান শফিক হাসানের পরিচালনায় ‘ধুমকেতু’ ছবিতে কাজ শুরু করবেন দু’একদিনের মধ্যেই। পাশাপাশি তিনি চাষী নজরুল ইসলামের ‘অন্তরঙ্গ’, মনতাজুর রহমান আকবরের ‘তোমার প্রেমে দিওয়ানা’, নজরুল ইসলামের ‘চিনি বিবি’ এবং মনতাজুর রহমান আকবরের আরও দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। একজন খল অভিনেতা হিসেবে অমিত হাসান প্রথম অভিনয় করেন শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে।

(ওএস/এইচআর/জুন ২৮, ২০১৪)