যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে বাংলাদেশি এক গরুর রাখালকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা পিটিয়ে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল ৮টায় সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে চরের মাঠ এলাকায় ওই রাখালের লাশ পাওয়া যায়।

এ নিয়ে চলতি মাসে বেনাপোল সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি হত্যার শিকার হলো।

স্থানীয়রা জানান, রাতে অন্যান্যদের সঙ্গে নিহত রাখাল গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারত অংশে যায়। ভোরে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের ‍হাতে ধরা পড়েন তিনি। পরে বিএসএফ সদস্যরা তাকে ধরে শারীরিক নির্যাতন চালিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে এপার সীমান্তে আনার পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ২৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশি গরুর রাখালকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে বিএসএফ হত্যা করেছে কিনা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ আমরা পাইনি।

(ওএস/এইচআর/জুন ২৮, ২০১৪)