জামালপুর প্রতিনিধি : জামালপুরে যমুনার পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। ব্রহ্মপুত্রের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর ও জামালপুর সদর উপজেলার কমপক্ষে ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৭৫ এবং ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বছরের চেয়ে ২৬ সেন্টিমিটার বেশী। যা অতিতে ছিল না।

পানি কমলে দুর্ভোগ বেড়েই চলছে বন্যাকবলিত এলাকার মানুষ। বাড়িতে ফিরতে না পারায় এখনও বিভিন্ন সড়ক ও আশ্রয় কেন্দ্রে থাকা মানুষরা খাবার সংকটে ভুগছে।

(আরআর/এসপি/আগস্ট ১৯, ২০১৭)