কুমিল্লা প্রতিনিধি : বিশিষ্ট আলোকচিত্রী শিল্পী ও চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির প্রেসিডেন্ট মওদুদুল আলম বলেছেন, ছবির মাধ্যমে নিজেকে গড়তে পারেন। একটি ছবি আপনার জীবন বদলে দিতে পারে। ছবির মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। আগামী প্রজন্মকে ধৈর্য ও মেধা বিকাশের মাধ্যমে এগিয়ে যেতে হবে। শুধু ক্যামেরা হাতে নিয়ে ছবি তুললেই হবে না। ছবির বিষয়বস্তু বুঝতে হবে।

তিনি বলেন, ছবির ফ্রেমিং যদি না বুঝা হয় তাহলে আপনার ছবিটি কথা বলবে না। যখন একজন আলোকচিত্রী ছবি তুলবে তখন তাকে সম্পূর্ণ ক্যামেরা মনোযোগী হয়ে কাজ করতে হবে। এবং নিজেকে নিরাপদ স্থানে রেখে ছবি তুলতে হবে। ব্যতিক্রমী ছবি তুলে বিশ্বের কাছে উপস্থাপন করুন। আমরা দীর্ঘ সময় ফটোগ্রাফির উপর কাজ করেছি। কতটুকু পেরেছি জানিনা। তবে ছবি তোলাটা ভালোবাসতে পেরেছি। এখন আপনাদের যুগ। ছবির প্রতি মনোযোগী হয়ে দেশের সৌন্দর্য বর্ধনে কাজ করতে হবে।

কুমিলøা ফটোগ্রাফি সোসাইটি আয়োজিত ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্যামেরা সামগ্রী চিনতে হবে জানতে হবে। সকাল-দুপুর বিকালে কখন কি ব্যবহার করতে হয় সেটা বুঝতে হবে। ছবি তোলার সময় কাউকে বলে তোলার দরকার নেই। আপনার ক্যামেরার দৃষ্টিতে সুন্দর ছবি খুজুন। তাহলে ব্যতিক্রম ছবি সৃষ্টি হবে। সিনিয়র আলোকচিত্রী শিল্পীদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। তাহলে আপনি একজন পরিপূর্ণ শিল্পী হতে পারবেন।

কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে কুমিল্লা টাউন হলে আয়োজিত ফটোগ্রাফি ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির প্রেসিডেন্ট মওদুদুল আলম এসব কথা বলেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলোকচিত্রী শিল্পী ও দৈনিক কুমিল্লার কাগজের নির্বাহী সম্পাদক হুমায়ূন কবির জীবন। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা অন্যতম সংগঠক ইমন রেজা।

এসময় উপস্থিত ছিলেন মো: রিপন, বিএইচ সোহান, শরফুদ্দিন লাভলু, ইসরাত সোমনা, আরিফ হাসান, তাজুল ইসলাম হাসিফ, মাহবুবুল আলম তুহিন, রেজাউল ইসলাম তালুকদার, রোমানা রশিদ তন্দ্রা, সাহেদ রাতিক, কামরুল হাসান, ফখরুদ্দিন মাসুম, শিউলী আক্তার, বকুল মাহমুদ, মুন্নী নাসরিনসহ প্রমুখ।

ফটোগ্রাফি ওয়ার্কসপের আগে কুমিল্লা কোটবাড়ির শালবন বিহার ও রূপবান মোড়ে বিভিন্ন প্রকৃতির ছবির তোলেন ওয়ার্কসপে অংশগ্রহণকারীরা।


(এইচকেজি/এসপি/আগস্ট ১৯, ২০১৭)