জামালপুর প্রতিনিধি : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সরকারের তহবিলে যথেষ্ট ত্রাণ মজুদ রয়েছে। খাদ্যের কোন অভাব নেই। দুর্গতদের কেউ না খেয়ে মরবে না। যে যাই বলুক, সে কথায় কান দিবেন না। এই সরকার যে কোন দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম। বন্যা পরবর্তী পুর্নবাসণে সকল প্রস্তুতি নেয়ার অহবান জানান স্থানীয় প্রশাসনের প্রতি।

তিনি শনিবার দুপুরে মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেছেন।

ত্রাণমন্ত্রী আরো বলেন, এই সরকারের সময় ত্রাণ নিয়ে কোন রকম কথা উঠেনি। ত্রাণ সামগ্রী নিয়ে যদি বাংলাদেশের কোথাও কোন দুর্নীতি হয়, নেতিবাচক কথা উঠে, সে যত প্রভাবশালী নেতাই হোন না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেক্ষেত্রে আমরা জিরো টলারেন্স।

তিনি বলেন, জামালপুর জেলায় ইতোমধ্যে গত ১০ দিনে ২ হাজার মেট্রিকটন চাল ও ৫০ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রয়োজনে এই বরাদ্ধ আরো বাড়বে। বন্যার্তদের দুঃখ-দুর্দশা দুর না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। পরে তিনি ১৩’শ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরন করেন।

জেলা প্রশাসক আহমেদ কবিরের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা ও মেলান্দহ উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান চাঁন। পরে ত্রাণমন্ত্রী ইসলামপুর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

(আরআর/এসপি/আগস্ট ১৯, ২০১৭)