নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে বিপদসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সিংড়া- আত্রাই বাঁধ সড়কের ওপর দিয়ে উপচে পড়ছে পানি।

এতে উপজেলার তাজপুর ইউনিয়নের ১০ টি ও শেরকোল ইউনিয়নের ৫ টি গ্রাম সহ মোট ১৫ টি গ্রাম নতুন ভাবে প্লাবিত হয়েছে।

শনিবার (১৯ আগষ্ট) সন্ধ্যা আনুমানিক সাতটার সময় থেকে এই বাঁধ সড়ক দিয়ে পানি উপচে পড়া শুরু হয়েছে। স্থানীয়রা এই বাঁধটিকে ভাঙ্গনের কবল থেকে রক্ষায় বালির বস্তা ও ত্রিপল দিয়ে রক্ষার চেষ্টা চালাচ্ছেন।

নতুন করে প্লাবিত এলাকাগুলো হচ্ছে, তাজপুর ইউনিয়নের তেমুক নওগা, চরতাজপুর, তাজপুর, ভাদুরিপাড়া, হিয়াতপুর, হরিপুর, শহরবাড়ি, মাহমুদপুর, চরপাড়াসহ ১০ টি গ্রাম এবং শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা, মবকুড়ি, খরমকুড়ি, শাহবাদপুর ও ভাগনগরকান্দি।

তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ও শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল এতথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, বন্যায় সিংড়া উপজেলার নদীর তীরবর্তি গ্রামগুলো প্লাবিত হলেও এসব গ্রামগুলো অনেকটা নিরাপদেই ছিল।

কিন্ত গতকার সন্ধ্যার পর থেকে সড়কটি ডুবে গিয়ে পানি উপচে পড়ায় নতুন ভাবে এই ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে এসমস্ত গ্রামের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তবে তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়াসহ ওই বাঁধ রক্ষায় বালির বস্তা ও ত্রিপল দেওয়া হয়েছে।

নাটোর পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান গত, সন্ধ্যার পর থেকে আত্রাই নদীতে হঠাৎ করেই পানি বেড়ে যায়। উজান থেকে পানি নেমে আসার কারনে এখানে পানি বৃদ্ধি হচ্ছে।

তিনি বলেন, যমুনা নদীতে পানি অনেক নিচে নেমে গেছে। আশাকরি দুই একদিনের মধ্যে এই এলাকাতেও পানি কমার সম্ভাবনা রয়েছে। আপাতত পরিস্থিতি বিপদজনক বলেই মনে হচ্ছে। আজ সকাল থেকে বিপদ সীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবািহত হচ্ছে।

(এলএইচ/এসপি/আগস্ট ২০, ২০১৭)