স্টাফ রিপোর্টার : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে এয়ার ইন্ডিয়াকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাশেদুল হাসান নামে এক যাত্রীকে বোর্ডিং পাস দিতে অপারগতা প্রকাশ করায় এয়ার ইন্ডিয়াকে এ জরিমানা করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এ কে এম রাশেদুল হাসান নামে এক যাত্রীর বোর্ডিং পাস না পাওয়ার তিনি এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফের ভ্রাম্যমাণ আদালত এয়ার ইন্ডিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (৫৩ ধারা) দুই লাখ টাকা জরিমানা করেন।

সূত্র আরও জানিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ি থানার বাসিন্দা রাশেদুল ১৯ আগস্ট ভিজিট ভিসায় ভারত যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারইন্ডিয়া চেক-ইন কাউন্টারে যান।

এ সময় কর্তব্যরত সুপারভাইজার প্রথমে তার রিটার্ন টিকিট দেখতে চান। রিটার্ন টিকিট দেখানোর পর তিনি যাত্রীর হোটেল বুকিং দেখতে চান (ভারতে ভিজিট ভিসায় হোটেল বুকিং আবশ্যিক নয়)। যাত্রী তা দেখালে সুপারভাইজার ফের ভারতে যাত্রীর কোনো আত্মীয়-স্বজন আছে কিনা জানতে চান। ওই যাত্রী ভাই আছে জানালে তিনি বলেন, তাহলে আপনি হোটেলে উঠবেন কেন?

সূত্র জানায়, এরপর বোর্ডিং পাস না দেয়ায় এ কে এম রাশেদুল হাসান নামে ওই যাত্রী এ বিষয়ে বিমান বন্দরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ করেন।

(ওএস/এসপি/আগস্ট ২০, ২০১৭)