কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে বাংলাদেশ ক্যনসুলেট জেনারেল অফিসের কর্মকর্তা মো. হোসাইনের (৪৫) মরদেহ ফেরত আনা হয়েছে। শনিবার রাতে টেকনাফ সীমান্ত দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়।

গতকাল শনিবার (১৯ আগস্ট) ভোর ৪টায় দিকে তিনি মারা যান। হার্ট অ্যার্টকে তার মৃত্যু হয়েছে বলে বলা হলেও দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেননি।

জানা গেছে, বিজিবি-২ ব্যাটলিয়ানের সদর বিওপির সুবেদার মো. ইব্রাহিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মিয়ানমারের মংডু শহরে গেলে নিহত হোসাইনের মরদেহ হস্তান্তর করে মিয়ানমার কর্তৃপক্ষ। হোসাইনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে জানাযা শেষে তার দাফন করা হবে।

বিজিবি-২ ব্যাটালিয়ানের উপ অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, মৃতদেহ টেকনাফ সীমান্ত দিয়ে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. হোসাইন মিয়ানমারের আকিয়াব শহরের বাংলাদেশ দূতাবাসের সাব অফিসে কর্মরত ছিলেন। এক সন্তানের জনক হোসাইন প্রায় দেড় বছর ধরে সেখানে কর্মরর্ত ছিলেন।

(ওএস/এসপি/আগস্ট ২০, ২০১৭)