ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বয়স্ক ভাতার টাকা তুলতে এসে গরুবোঝাই নসিমনের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সোনালী ব্যাংকের সামনে পাকা সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

মৃতের নাম হেদো বিবি(৬৫)।তিনি উপজেলার পারুয়া হুকাবস্তি গ্রামের মৃত ভুলু মোহাম্মদের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বয়স্ক ভাতা উত্তোলনের জন্য হেদো বিবি সোনালী ব্যাংকে আসে।সেখানে রাস্তা পারাপারের সময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে আসা গরু বোঝাই একটি নসিমন তাঁকে চাপা দেয়। খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মোস্তাফিজার রহমান।


(এফআইআর/এসপি/আগস্ট ২০, ২০১৭)