ঠাকুরগাঁওপ্রতিনিধি : লোকে বলে কলিযুগেই নাকি কিয়ামতের আলামত পাওয়া যাবে। নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক নরপশুর বিরুদ্ধে। ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আকচা ইউনিয়নের হরিহরপুরের (হাজীপাড়া) মৃত.গিয়াসউদ্দিনের ছেলে মানিক মিয়া ওরফে তালাশের তিন মেয়ে। বড় মেয়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া মৌ আক্তারকে (ছদ্মনাম) শনিবার রাতে জোড় পূর্বক ধর্ষণ করে লম্পট পিতা। বিষয়টি নরপশু তালাশ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু ধর্ষিতার আত্মচিৎকারে জানাজানি হয়ে গেলে ধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর লম্পট পিতা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রবিবার রাতে স্থানীয়বাসীন্দা ও পরিবার থেকে পুলিশে খবর দিলে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে সদর থানার হেফাজতে নেয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যন্ত কষ্ট দায়ক।অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।


(এফআইআর/এসপি/আগস্ট ২১, ২০১৭)