হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনা পৌর-বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার গুদামে আগুনে ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে
বলে জানিয়েছেন অনেকে।

গতকাল (রবিবার) সন্ধ্যা ৬ টার দিকে হোমনা পৌর বাজার মসজিদ সংলগ্ন ইসলামিক বেডিং স্টোরের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের অহিদ মোল্লার লেপ তোষকের দোকানের মালামাল সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং পার্শ্ববর্তী কয়েকটি দোকানে আংশিক ক্ষতিগ্রস্থ হয় ।

স্থানীয় লোকজন জানায়,-‘সন্ধ্যায় হঠাৎ অহিদ মোল্লার গোডাউনে দাউ দাউ করে আগুন জলতে দেখতে পাই। খবর পেয়ে প্রথমে এলাকার লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। পরে হোমনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

ধারণা করা হচ্ছো জেনারেটরের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।

হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রূত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রন আনতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে । জেনারেটরের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

(এফএকে/এসপি/আগস্ট ২১, ২০১৭)