মোস্তাফিজ নোমান, ত্রিশাল : মাদককে না বলুন, সুস্থ সবল জীবন গড়ুন, দেশ সেবায় অংশ নিন এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। সোমবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের শপথের আয়োজন করে ফুলবাড়িয়া থানা পুলিশ।

কলেজ অধ্যক্ষ সাইদুল হকের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) আল আমীন। বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশের সভাপতি ইমদাদুল হক সেলিম, ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্য শেখ কবিরুল ইসলাম, প্রমুখ। বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ নির্মূলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরনে জেলা পুলিশের তত্বাবধানে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও বিডি পুলিশ হেল্প লাইন অ্যাপ্স এর মাধ্যমে সমাজের মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং ও জঙ্গীবাদ সর্ম্পকে পুলিশকে সহায়তা প্রদান ও নাগরিক সুবিধা প্রাপ্তির জন্য তথ্য প্রদান বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শিত হয়।

এ ব্যাপারে ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল আমিন বলেন, নতুন প্রজন্মের মেধা বিকাশে প্রতিবন্ধকতা সুষ্টিকারী সর্বনাশা মাদক থেকে সচেতন করার লক্ষে আমরা এ উদ্যোগ গ্রহন করেছি। ময়মনসিংহ জেলা পুলিশ প্রতিটা শিক্ষা প্রতিষ্টানে মাদকের ব্যপারে সচেতন করতে, পুলিশের সেবা সম্পর্কে সাধারন জনগনকে আরো উদ্বদ্ধ করতে এ আয়োজন। বিডি পুলিশ হেল্প লাইন এপের মাধ্যমে পুলিশকে সকল ধরনের অপরাধের তথ্য দেয়া সম্পর্কে অবহিত করা হয়।

(এমএন/এএস/আগস্ট ২১, ২০১৭)