রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে কিশোর ভ্যানচালককে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে ৩ যুবক। ভ্যানচালকের নাম শহিদুল ইসলাম (১২)। সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা গ্রামে সোমবার বিকেলে ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আনসার আলী জানান, ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়ারচর গ্রাম থেকে ১৭ আগস্ট ভ্যানে ৩ জন যাত্রী নিয়ে শহিদুল জামালপুরের শৈলের কান্দার উদ্দেশ্যে রওনা হয়। তারপর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুুঁজি করার পর সোমবার সকালে একই গ্রামের ওই তিন ভ্যান যাত্রী দুলাল উদ্দিনের ছেলে সুমন, মতি মিয়ার ছেলে আসাদ ও আসর মীরের ছেলে জসিম উদ্দিনকে চাপ দেয়। তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ বেড়ে গেলে গ্রামবাসী উত্তমমধ্যম দিলে তারা স্বীকার করে যে শহিদুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খালে ফেলে দিয়েছে লাশ।

গ্রামবাসী তাদেরকে নিয়ে জামালপুরের নরুন্দি তদন্ত কেন্দ্রে গিয়ে হত্যাকান্ডের ঘটনা জানায়। পুলিশ সোমবার বিকালে শৈলের কান্দার পীরের বাড়ীর পাশে খাল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে।

(আরআর/এএস/আগস্ট ২১, ২০১৭)