দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

দিনাজপুর সদর উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ত্রাণ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জাতী সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

বিশেষ অতিথি ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.আইনুল হক।রংপুর অঞ্চলের প্রাণি সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী’র বিশেষ সহকারী আশাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আবুল কালাম আজাদ, সদর প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.গোলাম কিবরিয়া, শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও কোতয়ালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

অনুষ্ঠানে এক’শ জন খামারীর মাঝে ৩ মেট্রিক টন শুকনো গো-খাদ্য বিতরণ করা হয়। এছাড়াও বিতরণ করা হয় নেপিয়ার ঘাষ।

(এসএএস/এসপি/আগস্ট ২২, ২০১৭)