মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দেশব্যাপী কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে শহরের পৌরসভা মিলনায়তনে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আয়োজনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা যুবদল নেতা মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় ও সদর উপজেলা বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর আয়াছ আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জুনেদ আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মুশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আখাইলকুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম আহমদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আনহার আলী সুলেমান, পৌর যুবদল নেতা আনিছুজ্জামান বায়েছ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদরুল আলম নোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা যুবদল নেতা সালাম আহমেদ জিতু, সদর থানা বিএনপি নেতা সৈয়দ গৌসুল আহমদ, পৌর বিএনপি নেতা ফরহাদ রশীদ, জেলা ছাত্রদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয়তাবাদী তাঁতীদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, রাজনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড: জুনেদ আহমদ দশ টাকার বিনিময়ে সদস্য ফরম ক্রয় করে আনুষ্ঠানিক ভাবে নিজের সদস্য পদ নবায়ন করেন।

অন্যদিকে অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নতুন সদস্য হিসেবে অর্ন্তভুক্তির জন্য বিভিন্ন পর্যায়ের কয়েকশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(একে/এএস/আগস্ট ২২, ২০১৭)