স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘অতীতে ষড়যন্ত্র করে আইয়ুব খান সফল হয়নি, বর্তমানেও কেউ সফল হবে না।’

মঙ্গলবার বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’র ওপর আয়োজিত বক্তৃতামালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল ষড়যন্ত্র ভেদ করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাবেনই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ বক্তৃতামালার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লক অডিটোরিয়ামে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বক্তৃতামালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

মতিয়া চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিরল ব্যক্তিত্বের অধিকারী। তিনি নিজের দুঃখ-কষ্ট, নির্যাতন ভুলে সারা জীবন অন্যদের অভয় দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর কারণেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

তিনি আরো বলেন, ‘বেগম মুজিব (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব) তৎকালীন সময়ে কারাগারে বঙ্গবন্ধুকে খাতা-কলম দিয়ে সহায়তা না করলে কারাগারের রোজনামচা বইটি আজ আমরা পেতাম না।’

বিশেষ অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, ‘কারাগারের রোজনামচা গ্রন্থটি স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর লেখাতেও বিশ্বাসঘাতকদের কথা বারবার ফুটে উঠেছে। আজও বিশ্বাসঘাতকরা সক্রিয় রয়েছে। বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকতে হবে।’

মুখ্য আলোচক ড. আনিসুজ্জামান বলেন, ‘কারাগারের রোজনামচাতে বঙ্গবন্ধুর সর্বব্যাপী সহানুভূতি, মানবিকতা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক সচেতনতা প্রকাশ পেয়েছে।’

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান তার বক্তব্যে ‘কারাগারের রোজনামচা’ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবীনী’ বই দুটি পড়তে সবার প্রতি আহ্বান জানান।

(ওএস/এএস/আগস্ট ২২, ২০১৭)