নিউজ ডেস্ক : নেদারল্যান্ডসের এক প্রতিষ্ঠান আবিস্কার করেছে সিগারেটের বিকল্প ইলেকট্রনিক জয়েন্ট বা ই-জয়েন্ট।

ই-সিগারেটের বা ইলেকট্রনিক সিগারেটের কথা শুনে থাকলেও অনেকে ধারণা, তামাক জাতীয় বাস্পীয় ই- সিগারেটটি ক্যানসার হওয়ার সম্ভাবনা খুব কম।

কিন্তু বিশেষজ্ঞরা জোর দিয়েও বলতে পারেনি ই-সিগারেট কোনভাবেই ক্ষতিকারক না। তবে এই ডাচ প্রতিষ্ঠানটি দাবি করছে, ই-জয়েন্ট কোনোভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আইনগতভাবে ই-জয়েন্ট পান করা অপরাধ না। এর মধ্যে কোনধরনের তামাক বা নিকোটিন নেই। এটি প্রপিলিন গ্লাইকোল, ভেষজ গ্লিসারিন এবং ১০০ শতাংশ জৈব সুগন্ধযুক্ত জলীয় বাস্প মিশ্রণ।

বর্তমানে বাজারে তরমুজ, আপেল, চেরি সহ ছয়টি স্বাদের ই-জয়েন্ট পাওয়া যাচ্ছে।

(ওএস/এটিআর/জুন ২৮, ২০১৪)