মানিকগঞ্জ প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যার্ত মানুষের ত্রাণ নিয়ে কেউ ছিনিমিনি অথবা দুর্নীতি করলে সে যেই হোক তার ক্ষমা নেই।

বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ে বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, যতদিন পর্যন্ত বানভাসি মানুষ ঘরে ফিরে কাজ শুরু করতে না পারবে ততদিন পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। ঈদের পর পরপরই বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ শুরু হবে।

দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো স্বজনপ্রীতি নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা করুন। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার মাহফুজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

পরে মন্ত্রী আরিচাঘাট থেকে স্পিডবোটযোগে হরিরামপুর উপজেলায় যান। সেখানে দুটি স্পটে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

(ওএস/এসপি/আগস্ট ২৩, ২০১৭)