মোস্তাফিজ নোমান, ত্রিশাল : অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা। নিজস্ব তহবিল সংগ্রহ, নিজেদের টিউশনি, বাড়ি থেকে আনা হাত খরচ থেকে অর্থ জোগাড় করে জামালপুরের ইসলামপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

বিকেলে ইসলামপুর উপজেলার চিনাডুলি, নোয়ারপাড়া ও সাপধরি ইউনিয়নে ৫ শতাধিক বন্যা কবলিত পানিবন্দি অসহায় মানুষদের হাতে ত্রান সামগ্রি তুলে দেয়া হয়। ত্রান হিসেবে চিড়া, গুড়, বিস্কিট ও মুড়ি বিতরণ করছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে তিন দিনব্যাপী সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় অর্থ সংগ্রহ করা হয়। পরে ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ কবিরের নেতৃত্বে সোমবার শিক্ষার্থীদের একটি দল ওই এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে। ত্রাণবিতরণ কার্যক্রমের অংশ নিয়েছিল ইংরেজী বিভাগের প্রায় ৩০জন শিক্ষার্থী।

শিক্ষার্থী সাকিব আহমেদ কবির বলে, এই ভানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে সামান্য কিছু শুকনো খাবার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাড়াই।

(এমএন/এএস/আগস্ট ২৩, ২০১৭)