স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্চদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য পোষাকি পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশ জনগণের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, নগরীতে নাগরিকদের চলাচল নির্বিঘœ করতে ফুটপাতে কোনো দোকান বসতে দেয়া হবে না। যদি কোনো ব্যক্তি বা ব্যবসায়ী ফুটপাতে দোকান স্থাপন করে তাহলে তা ভেঙে ফেলা হবে।

শনিবার দুপুরে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে রমজানে নিরাপত্তার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, প্রতি বছরের ন্যায় রমজান ও ঈদে সামগ্রিক বিবেচনায় এবারও নিরাপত্তা বলয় গড়ে তুলতে চায় পুলিশ। এক্ষেত্রে মার্কেট ও সড়কগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পাড়া-মহল্লায় নাগরিকদের নিয়ে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাকা লেনদেনের ব্যাপারে বেনজীর আহমেদ বলেন, রমজানে ব্যাংক ও প্রতিষ্ঠান টাকা লেনদেন করার সময় পুলিশ তাদের সহায়তা দিবে।

তিনি বলেন, বর্তমানে পুলিশের অজান্তে প্রচুর ব্যাংক অ্যাজেন্টতৈরি হয়েছে। যার ফলে লোকজন একস্থান থেকে অন্যস্থানে দ্রুত টাকা পাঠাতে পারে। এক্ষেত্রে ওইসব অ্যাজেন্টদের প্রাইভেট সিকিউরিটির মাধ্যমে টাকা লেনদেন করার আবেদন জানান তিনি।

(ওএস/এটিআর/জুন ২৮, ২০১৪)