স্টাফ রিপোর্টার : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জব্দকৃত পাসপোর্ট তিন মাসের জন্য তাকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতকে এ নির্দেশ দেন।

আদালতে মান্নার পক্ষে ছিলেন তার আইনজীবী অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দীন ফকির।

পরে মান্নার আইনজীবী সাংবাদিকদের জানান, মান্না চিকিৎসার জন্য বিদেশ যাবেন। এজন্য আদালত তাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। বিদেশ থেকে চিকিৎসা শেষে ফেরার এক সপ্তাহের মধ্যে মহানগর হাকিমের আদালতে জমা দেয়ার বলা হয়েছে।

এর আগে পৃথক দুই ফোজদারি মামলায় পাসপোর্ট জমা দেওয়াসহ কিছু শর্তে মান্নাকে জামিন দিয়েছিলেন আপিল বিভাগ।

(ওএস/এসপি/আগস্ট ২৪, ২০১৭)