জামালপুর প্রতিনিধি : সার পাচারকালে জামালপুরের সরিষাবাড়ি যমুনা সার কারখানা এলাকার ১নং জেটিঘাটে ট্রাকসহ এক সারব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকভর্তি দানাদার ইউরিয়া সার। গত বুধবার (২৩ আগস্ট) রাতে ট্রাকসহ ব্যবসায়ী খলিলুর রহমানকে আটক করেছে সরিষাবাড়ি থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ডিলার আশরাফুল ইসলাম মানিক চলতি মাসে ২৫ মেট্রিকটন সার বরাদ্ধ পায়। সার কারখানা থেকে বুধবার ২০ মেট্রিকটন সার উত্তোলন করেন তিনি। ১০ মেট্রিকটন সার মেসার্স বেলাল হোসেনের মোকামে মজুদ করে বাকি ১০টন সার খলিলুর রহমানের কাছে বিক্রি করে দেন বরাদ্দপ্রাপ্ত ডিলার আশরাফুল ইসলাম মানিক। ব্যবসায়ী খলিলের ক্রয়কৃত ১০টন সার ১নং জেটিঘাটে আনলোড করার সময় স্থানীয়রা ট্রাকসহ সারব্যবসায়ী খলিলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারের ট্রাকটি জব্দ করে পুলিশ। সার পাচারের অভিযোগে আটক করা হয় খলিলকেও।

অনিয়মতান্ত্রিক এই সার পাচারের ঘটনায় সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ঘটনার তদন্ত চলছে। এখনো মামলা হয় নি।

(আরআর/এসপি/আগস্ট ২৪, ২০১৭)