আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের মহাপরাক্রম রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। সেই সঙ্গে সব দণ্ডমুণ্ডের কর্তাও। অথচ সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল নিউইয়র্ক সিটির রাস্তার মোড়ে উলঙ্গ অবস্থায়।

মার্কিন ধনকুবের এ প্রেসিডেন্টের গায়ে সুতাটিও নেই, একেবারে উলঙ্গ। তবে রক্ষা; তিনি আসল ট্রাম্প নন, ট্রাম্পের মূর্তি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে, নিউইয়র্ক সিটির এক স্থানে ট্রাম্পের এ রকম উলঙ্গ মূর্তি বসানো হয়েছে।

ব্যাপক উৎসাহে সে মূর্তির সামনে জড়ো হয়েছে মানুষ; যাদের সবাই মোবাইল ফোনে ছবি তুলে ও ভিডিও করে সংরক্ষণ করেছেন এ স্মৃতি।

ভার্জ আরও জানিয়েছে, মহাক্ষমতাধর ট্রাম্পের উলঙ্গ মূর্তি শুধু নিউইয়র্কেই নয়, রাতারাতি যুক্তরাষ্ট্রের আরও বড় চার শহর সান ফ্রান্সিসকো, ক্লিভল্যান্ড, লস অ্যাঞ্জেলস ও সিয়াটলেও বসানো হয়েছে।

এর পেছনে নৈরাজ্যবাদী গোষ্ঠী ‘ইনডিকলাইন’কে দায়ী করা হয়েছে, যারা এ প্রজেক্টের নাম দিয়েছে ‘দ্য এমপেরিয়র হ্যাজ নো বলস’ (অণ্ডকোষহীন সম্রাট)। মূলত এটি বিখ্যাত মার্কিন রূপকথা ‘দ্য এমপেরিয়র হ্যাজ নিউ ক্লথ’ থেকে নেয়া হয়েছে।

ইনডিকলাইনের বেনামি এক মুখপাত্র জানিয়েছেন, এটা পছন্দ হোক না হোক- এ মুহূর্তে বিশ্ব সংস্কৃতিতে ট্রাম্প ব্যক্তি ট্রাম্পের চেয়েও বড়। ইতিহাস দেখুন, কীভাবে তারা তাদের সময়ে স্মরণীয় ও সম্মানীয় হয়ে ওঠেন।

ইনডিকলাইন ট্রাম্পের এ উলঙ্গ মূর্তি তৈরির জন্য নিয়োগ করেছিল লস অ্যাঞ্জেলসের শিল্পী গিনজারকে; যিনি ভূতুড়ে বাড়ি ও ভূতের চলচ্চিত্র বিষয়ে পারদর্শী।

(ওএস/এসপি/আগস্ট ২৪, ২০১৭)