পাবনা প্রতিনিধি : পাবনা শহরের জয়কালীবাড়ি মন্দির থেকে প্রতিমার গহনা চুরির হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটা পরে এই চুরির ঘটনা ঘটে।

জয়কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু জানান, সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী ভোর ৪টা ৯ মিনিটে চোরের দল মন্দিরের পিছন দিক দিয়ে ঢোকে। এরপর দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মন্দিরের কালি প্রতিমার শরীরে থাকা সোনা ও রুপার অলঙ্কার চুরি করে নিয়ে যায়।

মন্দির কর্তৃপক্ষের দাবি চোরেরা সাড়ে ৩ ভরি স্বর্নালঙ্কার ও অন্তত ৭৫ ভরি রুপার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে। এর আগে বেশ কয়েকবার পাবনার কেন্দ্রীয় এ মন্দিওে চুরি হরেও কেন নাইট গার্ড রাখা হয় না বলে অভিযোগ করেছে সাধারন হিন্দু সম্প্রদায়ের লোকজন ।

খবর পেয়ে পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালোসহ অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বিশ্বাস ও প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ ।

এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত মালামাল উদ্ধারের দামি জানিয়েছে বাংলাদেশ-ভারত সম্পীতি পরিষদের পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক প্রবীর সাহাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

(পিএস/এসপি/আগস্ট ২৪, ২০১৭)