স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সমালোচনা করে বলেন, আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন নতুন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। রায় নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আদালতের কাঁধে ভর করে বিএনপি ক্ষমতায় যেতে চাচ্ছে।

প্রধান বিচারপতির বিচার ও পদত্যাগের দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মহিলা আওয়ামী লীগের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

২১ আগস্টের গ্রেনেড হামলার বিষয়ে তিনি বলেন, তারেকের নির্দেশে ওই হামলা হয়েছিল। এর সাথে তারেক রহমান জড়িত।

মানববন্ধনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, সরকার পতনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই রায় এসেছে কি না তা দেখতে হবে। যে সংকট প্রধান বিচারপতি সৃষ্টি করেছেন, তা নিরসনের পথ তাকেই প্রশস্ত করতে হবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, যে আগুন নিয়ে আপনারা খেলছেন তাতে আপনাদের হাতই পুড়বে। এই কালো সাপের বিষই আপনাদের ছোবল দেবে, কয়দিন পরই বুঝতে পারবেন। ষড়যন্ত্রের রাজনীতির কি পরিণতি হয় তা বুঝবেন।

(ওএস/এসপি/আগস্ট ২৫, ২০১৭)