কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আগামীকাল (শনিবার) দুপুরে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিরোচিত মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ রাজারবাগ পুলিশ লাইন্স ঢাকার সভাপতি মোঃ শাজাহান মিয়া।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে আলোচনা করবেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলা ৭১ পত্রিকা ও উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদার। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ড. মোঃ ইদ্রিছ খান, দৈনিক শাশ্বত বাংলার সম্পাদক আজগর হোসেন রবিন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, সাবেক কমান্ডার মোঃ আব্দুল খালেক আকন্দ, অপরাধ সংবাদের সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, নেত্রকোণা রিপোটার্স ক্লাবের সম্পাদক চন্দন চক্রবর্তী ও মদন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার আলম চৌধুরী। এদিকে বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করবেন অধ্যাপক রনেন সরকার, কথা সাহিত্যিক হাবিব আল আজাদ, এ্যাডভোকেট আ.ক.ম বজলুর রহমান তুলিপ, পৌর আওয়ামীলীগ সভাপতি কামরুল হাসান ভূঞা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল ও উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তাফিজ উর রহমান বিপুল। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সরকার

(এসবি/এসপি/আগস্ট ২৫, ২০১৭)