স্টাফ রিপোর্টার : ‘সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে বিচার ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করছে। দেশের মানুষ এ অন্যায় মেনে নেবে না। সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের ফলে তাদের পতনের আন্দোলন শুরু হতে আর বেশি সময় নাই।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়ে উঠেছে। আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে তারা (সরকার) নানা নাটক সৃষ্টি করছে। নিজেদের অধীনে নির্বাচন আয়োজন করে আরও একটি ৫ জানুয়ারি সৃষ্টি করতে চাচ্ছে। তাদের সে লিপ্সা বিএনপি সফল হতে দেবে না। সরকারের বিষ দাঁত ভেঙে দিতে আগামী নির্বাচনে বিএনপিসহ সব দল অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু সরকারের হাত থেকে বিচার বিভাগের ক্ষমতা ছুটে যাওয়ায় তা মানতে পারছে না। এ কারণে মন্ত্রীদের ঘুম হারাম হয়ে গেছে। এখন তারা রাস্তায় নেমে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি তুলেছেন। ষোড়শ সংশোধনী রায়ের কারণে যদি দেশের প্রধান বিচারপতির পদত্যাগ হয়, তবে দেশের বিচার বিভাগ ধ্বংসের মুখে পড়বে। আর বিচার বিভাগ ধ্বংস হলে দেশ ধ্বংসের মুখে পড়বে।’

সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি সৈয়দ ওমর ফারুক, অ্যাড. মো. জাবেদ ইকবালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

(ওএস/এসপি/আগস্ট ২৬, ২০১৭)