রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি কমা অব্যাহত থাকায় প্লাবিত নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। রেললাইনে পানি ওঠায় গত এক সপ্তাহ ট্রেন চলাচল বন্ধ থাকার পর অাজ শনিবার সকাল থেকে পুনরায় গোয়ালন্দ বাজার স্টেশন থেকে দৌলতদিয়া স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি কমে আজ শনিবার বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় থাকা-খাওয়া, চলা-ফেরা, গবাদি পশু রাখা ও খাওয়ানোসহ নানা সমস্যায় পড়েন বানভাসিরা।

এদিকে জেলার বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৫ উপজেলার ১৯ ইউনিয়নের ২১৮ গ্রামের ৪৩ হাজার ৩১০টি পরিবারের ১ লাখ ৪৮ হাজার ২৪৬ জনের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পানি ওঠার কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সেই সঙ্গে বন্যার পানিতে জেলার ৩ হাজার ৫০৪ হেক্টর ফসলি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা দিতে ৪৮টি মেডিকেল টিম কাজ করছে। বন্যায় দুর্গতদের ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

(ওএস/এসপি/আগস্ট ২৬, ২০১৭)