দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কেন্দ্রীয় ফুলতলা শ্মশান কালী মন্দির এবং মাসিমপুর মোল্লাপাড়া দূর্গা মন্দিরের মূর্তি ভাঙ্গার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের একজন সাবেক সেনা সদস্য বাপ্পি শাহনিয়ার (৩৫)। সে সদর উপজেলার হামজাপুর গ্রামের মৃত মকবুল হোসেন ছেলে বলে জানিয়েছে পুলিশ।ঘটনাস্থল জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ পুলিশ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

দিনাজপুর কোতযালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম জানান, আজ শনিবার ভোররাতে দূর্বত্তরা দিনাজপুরে কেন্দ্রীয় ফুলতলা শ্মশান কালী মন্দির এবং মাসিমপুর মোল্লাপাড়া দূর্গা মন্দিরের মূর্তি ভাংচুর করে।

এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষেভের সৃষ্টি হয়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মীর খায়রুল আলম,পুলিশ সুপার হামিদুল আলমসহ পুলিশ ও গোয়েন্দা বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা। এ ঘটনায় পুলিশ সাবেক সেনা সদস্য বাপ্পি শাহনিয়ার (৩৫)সহ দু’জনকে আটক করেছে। তবে আটক অন্যজনকে ছেড়ে দেয়া হতে পারে বলে জানায় পুলিশ।

(এসএএস/এসপি/আগস্ট ২৬, ২০১৭)