ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক হাবিবুর রহমান (মাছ হাবিব) এর খামারে রোপনকৃত ১০ বিঘার পেঁপে বাগান অতি বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টির কারণে ফলন্ত পেঁপে গাছ মাটিতে পড়ে বিনষ্ট হয়েছে এবং পেঁপেগুলো হলুদ হয়ে মারা গেছে। ফলন্ত পেঁপে গাছ মারা যাওয়ায় হাবিবের ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, মাটিতে পড়ে যাওয়া, নষ্ট ও হলুদ হওয়া খামারের প্রতিটি গাছে অসংখ্য পেঁপে ধরে আছে।

হাবিবুর রহমান হাবিব বলেন, মাছ চাষের পাশাপাশি আমার খামারে ১০ বিঘা জমিতে পেঁপে বাগান করেছিলাম। গাছে বিপুল পরিমাণে পেঁপে ধরেছিল। এইবাগান করতে ৪-৫ লাখ টাকা খরচ হয়েছে। আশা ছিল এই পেঁপে বাগান হতে ১৫ থেকে ২০ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবো। কিন্তু এবারে অতিবৃষ্টির কারণে স্বপ্ন পূরণতো হলোই না, ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্থ হতে হলো।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রিয় সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ওরফে কূল ময়েজ বলেন, এ বছরের অতি বর্ষণে সারা দেশের মতো ঈশ্বরদীর কৃষকদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। পেঁপে গাছ পানি সহনশীল নয়, তাই অতিবৃষ্টির কারণে মুলাডুলির হাবিবের পেঁপে বাগানের বেশিরভাগ ফলন্ত গাছ মাটিতে পড়ে নষ্ট হয়েছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রওশন জামাল বলেন, বাগানের জমিতে পানি জমলে পেঁপে গাছ অতি দ্রুত মারা যায়। যাদের পেঁপে গাছ মারা গেছে তাদের স্বল্পমেয়াদী সবজি আবাদের জন্য কৃষি অফিস হতে পরামর্শ দেয়া হচ্ছে। মুলাডুলির হাবিবুর রহমানের খামারে রোপনকৃত পেঁপে গাছ জলাবদ্ধতার কারণে পেঁপেসহ নষ্ট হয়েছে এবং অনেক গাছ মারা গেছে। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। ঈশ্বরদী কৃষি অফিস সবজি বাগানের পানি বের করার জন্য অতিদ্রুত নালা তৈরির পরামর্শ প্রদান করেছে।

(এসকেকে/এসপি/আগস্ট ২৬, ২০১৭)