স্টাফ রিপোর্টার : সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নির্মূল করে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার সকালে জাতীয় কবিী কাজী নজরুল ইসলামের ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, যে অঙ্গীকার নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই একই চেতনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নির্মূল করতে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য চর্চার কোনো বিকল্প নাই৷

তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নজরুল ভক্ত, শুভানুধ্যায়ী ও দেশের বিবেকবান মানুষদের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

এর আগে দলের পক্ষ থেকে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। পরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

(ওএস/এসপি/আগস্ট ২৭, ২০১৭)