স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কেউ হাত দিয়ে তার হাত পুড়ে যাবে বলে সতর্ক করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় কেন্দ্র করে কেউ যদি মনে করেন, আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে; তবে তারা ভুল স্বর্গে আছেন। কারণ এ ইস্যুতে কেউ হাত দিলে তার হাত পুড়ে যাবে।’

রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, ‘মওদুদ আহমেদ ও ফখরুল ইসলামদের যদি লজ্জা থাকত, তাহলে তারা বিএনপি করতেন না। কারণ ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণের ৩২৩ পৃষ্ঠায় বলা হয়েছে অবৈধ জিয়াউর রহমানের সরকার প্রথম সংবিধানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অন্তর্ভুক্ত করেছিলেন।’

মওদুদ আহমেদ ও ফখরুল ইসলামরা পূর্ণ রায় না পড়েই ঢালাওভাবে মন্তব্য করছেন- বলেও মন্তব্য করেন তিনি।

(ওএস/এসপি/আগস্ট ২৭, ২০১৭)