আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে এক মার্কিন সাংবাদিকসহ অন্তত ১৯জন নিহত হয়েছে। শনিবার ইয়েই রিভার রাজ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ সুদানের সম্প্রচারমাধ্যম সাউথ সুদান ব্রডকাস্ট করপোরেশন বিদ্রোহী ও সেনা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, একাধিক সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ক্রিস্টোফার অ্যালেন কায়া শহরে বড় ধরনের সংঘর্ষের সময় নিহত হয়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করছি যে, সাংবাদিক হিসেবে কাজ করার সময় মার্কিন নাগরিক ক্রিস্টোফার অ্যালেন ২৬ আগস্ট নিহত হয়েছেন। আমরা তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।’

দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র স্যান্তো ডোমিক জানিয়েছেন, বিদ্রোহীদের প্রতিরক্ষামূলক অবস্থানে ১৬টি মৃতদেহ পাওয়া গেছে। এদের মধ্যে এক শ্বেতাঙ্গ রয়েছে। এছাড়া সরকারি বাহিনীর তিন সদস্যও নিহত হয়েছে।

২০১৩ সাল থেকে দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ চলছে। প্রেসিডেন্ট সালভা কিরের সেনাদের সঙ্গে রিক মাচারের নেতৃত্বে বিদ্রোহীরা যুদ্ধ করছে।

(ওএস/এএস/আগস্ট ২৮, ২০১৭)