রাজবাড়ী প্রতিনিধি : পদ্মায় তীব্র স্রোতের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপারে দ্বিগুন সময় লাগায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। সোমবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।

এতে করে রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটের কারণে দৌলতদিয়া প্রান্তে গরুর ট্রাক, যাত্রীবাহী বাস, কাঁচা মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মিনি ট্রাকসহ শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। আবার অনেক যাত্রী দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে বাস থেকে নেমে ঘাটে রওনা দিয়েছেন।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৯টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে এবং ২টি যান্ত্রিক ক্রটির কারণে বন্ধ রয়েছে। শিগগিরই আরো ১টি ফেরি বহরে যুক্ত হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, নদীতে তীব্র স্রোতের কারণে যানবাহন পারাপারে আগের তুলনায় দ্বিগুন সময় লাগায় যানবাহনকে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে থাকতে হচ্ছে। এজন্য দৌলতদিয়া প্রান্তের সড়কে প্রায় সাড়ে ৪ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

তবে গরু বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস ও কাঁচা মালবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারপার করছেন। বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে এবং ২টি ফেরির যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ঈদ উপলক্ষে দুটি ফেরি বহরে যুক্ত হয়েছে, আরো ১টি ফেরি যুক্ত হওয়ার কথা রয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ২৮, ২০১৭)