বিনোদন ডেস্ক : সৌল সঙ্গীতের কিংবদন্তী মার্কিন তারকা ববি ওম্যাক শুক্রবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোনিয়া কলোরাট নামের একজন মুখপাত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাতে পারেন নি।

ওহাইয়ো’র ক্লিভল্যান্ডের এক সঙ্গীত পরিবারে জন্ম নেয়া ববি ওম্যাক একাধারে গায়ক, গীতিকার ও সুরকার। তার লেখা ‘ইটস অল ওভার নাউ’ ব্রিটিশ রক সঙ্গীতে নাম্বার ওয়ান গানের মর্যাদা পায়। ওম্যাকের মা গিটার বাদক। বাবাও সঙ্গীত জগতের লোক ছিলেন।

পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয় ওম্যাক ৫০’র দশকে তার ভাইদের সঙ্গে সঙ্গীত জীবন শুরু করেন। পরে তারা ভ্যালেনটিনস নামে একটি ব্যান্ড দল গঠন করেন।

ওম্যাক কয়েক দশক ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগলেও ২০১২ সালে তার ‘দ্য ব্রেভেস্ট ম্যান ইন দ্য ইউনিভার্স’ নামে একটি অ্যালবাম প্রকাশ পায়। ওম্যাকের আগামী জুলাই ও আগস্টে নেদারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম ও ব্রিটেন যাওয়ার কথা ছিল।

উল্লেখ্য, সৌল সঙ্গীতের উৎপত্তি যুক্তরাষ্ট্রে ১৯৫০’র দশকে। এটি মূলত আফ্রিকান আমেরিকান সঙ্গীতের মিশেলে তৈরি।

(ওএস/এটিআর/জুন ২৮, ২০১৪)