ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের আয়োজনে আসন্ন ঈদ উল আয্হা উপলক্ষে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে মতবিনিময় সভা সোমবার বিকেলে নজরুল ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ পুলিশ সুপার নুরুল ইসলাম বিপিএম পিপিএম। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ জাকিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) আল আমীন, নজরুল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, উপজেলা মটর মালিক সমিতির সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক জুয়েল সরকার, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আলী হোসেন, জাতীয় শ্রমিকলীগ ত্রিশাল শাখার আহ্বায়ক সুয়েল মাহমুদ, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনারুল ইসলাম প্রমূখ। জেলা পুলিশের তত্বাবধানে নির্মিত যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনার কয়েকটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জঙ্গীবাদ বাংলাদেশের জন্য অভিশাপ। এটা নির্মুলে পুলিশের পাশাপাশি সাধারন জনতাকে এগিয়ে আসতে হবে। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এ স্বাধীন দেশে জঙ্গীবাদের ঠাই দেয়া যাবেনা। মাদক, সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে নির্মুলে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। কোন ভাবেই এদের প্রশ্রয় দেয়া যাবেনা।

প্রধান অতিথি তার বক্তব্যে পরিবহন শ্রমিকদের উদ্যোশ্যে আরো বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ড্রাইভারদের শতভাগ সচেতন হতে হবে। রাস্তায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আপনাদেরই মুখ্য ভুমিকা পালন করতে হবে।

(এমএন/এএস/আগস্ট ২৮, ২০১৭)