দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ী পদ্মা নদীতে গরুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বিকাল ৪টার দিকে রাজবাড়ীর সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গরুবোঝাই ট্রলারটি আরিচার উদ্দেশ্যে যাওযার পথে পদ্মার চর খলিলপুর নামক স্থানে ট্রলারটি ডুবে যায় বলে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম নিশ্চিত করেন। 

গরু ব্যবসায়ীরা জানায়, দুপুরে কালুখালী উপজেলার হিরু মোল্লার ঘাট থেকে ৫০ থেকে ৬০টির মতো গরু ও মহিষ নিয়ে আরিচার উদ্দ্যেশে ট্রালারটি ছেড়ে যায়। জৌকুড়ী ধাওয়াপাড়া ফেরী ঘাট এলাকা মাঝ নদীতে এসে ট্রলারটিতে পানি উঠে ডুবে গিয়ে এ দূর্ঘটা ঘটে। এ সময় নদীতে থাকা ট্রলার ও স্থানীয়দের সহায়তায় ১৯টি গরুকে জীবিত ও ১৫ থেকে ২০টি গরু মৃত উদ্ধার করে এবং বাকী পশু গুলো স্রোতের তোড়ে ভেসে গিয়েছে বলে জানান। এ ঘটনায় গরু ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হলেও গরু ব্যবসায়ীরা সাতার কেটে নদীতীরে ওঠে।

এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের একটি দল নদীর পারে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং উদ্ধার তৎপরতা চালান।

(ডিবি/এএস/আগস্ট ২৮, ২০১৭)