স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে সময় দেশের মানুষ বন্যাকবলিত, সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে ও পুত্রবধূকে নিয়ে শপিংয়ে ব্যস্ত রয়েছেন।

সোমবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ বন্যাকবলিত, আর আপনাদের নেত্রী (খালেদা জিয়া) তারেক জিয়া আর তার বউকে নিয়ে শপিংয়ে এ ব্যস্ত।’

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে গিয়ে তাদেরকে পরম স্নেহে মমতায় বুকে টেনে নিয়েছেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন যে যাদের ঘর ভেঙে গেছে, ঘর বন্যায় ভেসে গেছে, তাদের ঘর বেধে দেওয়া হবে। যাদের ফসল হানি হয়েছে তাদেরকে বিনামূল্যে চাল দেওয়া হবে এবং দশ টাকা দরে পঞ্চাশ লক্ষ পরিবারকে চাল দেওয়া হবে।

শুধু বিএনপি চেয়ারপারসন নয় বিএনপি নেতাদেরও সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা ঢাকা শহরে সকাল, দুপুর, বিকালে সংবাদ সম্মেলন নিয়ে ব্যস্ত। সুতরাং সংবাদ সম্মেলনের মধ্যেই বিএনপির রাজনীতি আবদ্ধ। এ সময় তিনি ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়েও সমালোচনা করেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ ও স্বাচিপের কেন্দ্রীয় নেতাসহ সাধারণ চিকিৎসকরা।

(ওএস/এএস/আগস্ট ২৮, ২০১৭)