আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সিরিয়া ও লেবাননে ক্ষেপণাস্ত্র স্থাপনা তৈরি করছে ইরান।

তিনি অভিযোগ করেছেন, ইরানের উদ্দেশ্য হলো- এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে মোতায়েন করা।

ইসরায়েলের রাজধানী তেল আবিবে সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের সময় এ অভিযোগ করেন নেতানিয়াহু। এ বছরের শুরুতে জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্য সফর করছেন গুতেরেস।

গুতেরেসের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘সিরিয়াকে সামরিক স্থাপনা বানাতে এখন ব্যতিব্যস্ত ইরান। ইসরায়েলকে নিশ্চিহ্ন করায় স্বঘোষিত ইরান তার উদ্দেশ্য হাসিলে সিরিয়া ও লেবাননকে যুদ্ধের ময়দান বানাতে চাইছে।’ তবে নিজের দাবি পক্ষে কোনো তথ্য-প্রমাণ দেননি নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘সিরিয়া ও লেবাননে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা বানানোর পদক্ষেপ মানবে না ইসরায়েল এবং জাতিসংঘেরও এ ধরনের কোনো কিছু সহ্য করা উচিত নয়।’

নেতানিয়াহু কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এমন অভিযোগ করলেও তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি ইরান। সিরিয়া গৃহযুদ্ধে ইরান ও লেবাননের হিজবুল্লাহ গেরিলা বাহিনী সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সামরিক বাহিনীকে সাহায্য করছে।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল-এর বিরুদ্ধে ইসরায়েলবিরোধিতার অভিযোগ তোলেন নেতানিয়াহু। এর পরিপ্রেক্ষিতে গুতেরেস বলেন, ইউএনআইএফআইএল যাতে বাধ্যবাধতা মেনে চলে তার জন্য আমার সক্ষমতার মধ্যে চেষ্টা করব।

তিন দিনের সফরে রোববার মধ্যপ্রাচ্যে পৌঁছান গুতেরেস। তিনি এমন সময় এলেন যখন ইসরায়েল ও জাতিসংঘের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা চলছে।

(ওএস/এএস/আগস্ট ২৯, ২০১৭)