ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাড়িপুকুর এলাকায় পাটবোঝায় ট্রাক উল্টে প্রাণ কৃষ্ণ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন।  রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাণ কৃষ্ণ গড়েয়া ইউনিয়নের লস্করা এলাকার টানু রাম বর্মনের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলা গড়েয়া বাজার থেকে একটি পাটবোঝাই ট্রাক ওই এলাকার হাড়িপুকুর স্থানে পৌঁছে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি উল্টে ছয়জন শ্রমিক চাপা পড়ে। ঘটনাস্থলেই প্রাণ কৃষ্ণ নামে এক শ্রমিক মারা যান। ট্রাকের নিচে চাপা পড়ে আহত হন আরও চারজন। স্থানীয় লোকজন ট্রাকে চাপা পড়া প্রাণ কৃষ্ণকে মৃত অবস্থায় উদ্ধার করে। অন্য শ্রমিকদের উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

(ওএস/এএস/আগস্ট ২৯, ২০১৭)